কলকাতা ব্যুরো : মঙ্গলবার থেকে সারাদিন ধরে অবস্থান চলছে স্কুল চাকরিপ্রার্থীদের । অবশেষে চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার দুপুরবেলায় রাজ্যের অবস্থান স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দেরি নিয়ে খানিকটা আদালতের ওপর দায় চাপালেন শিক্ষা মন্ত্রী। তিনি জানান আদালত রায় দিলে নিয়োগ প্রক্রিয়া ১৯ দিনের মধ্যে শেষ করে দেবে রাজ্য সরকার। পার্থবাবু বলেন উচ্চমাধ্যমিকে নিয়োগ প্রক্রিয়া এখনো আদালতের বিচারাধীন।
এদিকে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানিয়েছেন মামলার রায়ের শুনানি শেষ হয়ে গেছে। আদালতে শুধু রায়দান বাকি আছে। রাজ্য সরকারের তালবাহানা জন্যই নিয়োগ প্রক্রিয়া তে দেরি হচ্ছে। দীর্ঘ সাত বছর ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজ্য সরকার। সরকারকে এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। তবে অবস্থানরত চাকরিপ্রার্থীদের দাবি মেনে শিক্ষা মন্ত্রী আলোচনায় বসবেন কিনা তা এখন ও পর্যন্ত স্পষ্ট নয়। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর যেহেতু এসএসসির নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত আদালতের বিচারাধীন, আপাতত অবস্থানকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় গিয়েও কোন লাভ হবে না।
প্রসঙ্গত উল্লেখযোগ্য ২০১৪ সালে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। ফল ও প্রকাশিত হয়ে গিয়েছে ২০১৬ সালে। কিন্তু ভর্তির প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা হওয়ায় শেষমেষ প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়নি। আদালতে শুনানি শেষ হয়ে গেছে। শুধু রয়দান ই বাকি। এদিকে মঙ্গলবার উচ্চ মাধ্যমিকে চাকরিপ্রার্থীদের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করার কথা ছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ করুনাময়ী তে চাকরিপ্রার্থীদের জমায়েত শুরুর পর থেকেই পুলিশ তাদেরকে আটক করতে শুরু করে। অবশেষে মিছিল না হলেও মঙ্গলবার বেলা থেকে স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন এসএসসি চাকরিপ্রার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত কমিশনের সদর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন সমস্ত চাকরিপ্রার্থী।