এক নজরে

#parthachatterjee: ফের সিবিআই দপ্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

By admin

May 25, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি দুর্নীতি মামলায় দ্বিতীয়বার সিবিআই আধিকারিকদের মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে হাজির হন তিনি। এদিনও বেশ কিছু প্রশ্নের উত্তর তাঁর কাছ থেকে জানার চেষ্টা করা হবে। এদিকে সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিজাম প্যালেস থেকে বেরোন নি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি সিবিআইয়ের লাগাতার জেরার মুখে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এসএসসি-র উপদেষ্টা কমিটি কেন তৈরি করা হয়েছিল এবং এই কমিটিতে কার নিয়ন্ত্রণ ছিল, তা নিয়ে প্রশ্ন করা হতে পারে পার্থকে। সূত্র অনুযায়ী, গত বুধবারের জেরার সময় সিবিআইকে পার্থ জানিয়েছিলেন এই কমিটি তিনি গঠন করলেও এই কমিটির উপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও কেন এই কমিটি নিজের নিয়ন্ত্রণে রাখেননি? পার্থকে সেই প্রশ্ন করা হতে পারে বলেও সূত্রের খবর।

এদিকে সিবিআই যাতে তাঁকে না ডাকে তার জন্য সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়ের করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার তিনি নিজাম প্যালেসে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টও খারিজ করে দিল পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করে পিটিশন খারিজ করেছিল। সুপ্রিম কোর্টও প্রক্রিয়াগত ত্রুটির কথা বলে পিটিশন খারিজ করেছে। তবে সর্বোচ্চ আদালত বলেছে, নতুন করে পিটিশন দাখিল করলে পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি শোনা হবে।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানি শুনবে। সুতরাং এই পিটিশন খারিজ করে দেওয়া হচ্ছে।

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করা হলে গত বুধবার প্রথমবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। সেদিন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে তাঁর কাছ থেকে নানা প্রশ্নের উত্তর চেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, গত দিন জিজ্ঞাসাবাদে পার্থর থেকে বেশ কিছু প্রশ্নের সদুত্তর পাননি তাঁরা। সেই কারণেই ফের তাঁকে তলব করা হয়।

সিবিআই সূত্রে খবর, এসএসসি নিয়োগ কমিটির একটি ফাইলে পুরনো ডেট দিয়ে সই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। গতবারের জিজ্ঞাসাবাদে পার্থ জানিয়েছিলেন, কমিটি তিনি তৈরি করলেও নিয়ন্ত্রণ তাঁর হাতে ছিল না। তবে কি বাইরে থেকে কেউ এই কমিটি পরিচালনা করত? সেক্ষেত্রে এই সই কীভাবে এল? এই সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা হবে।

এছাড়াও এসএসসি সংক্রান্ত যে কাগজপত্র সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেছেন, সেসবও মিলিয়ে দেখা হবে অর্থাৎ তদন্তকারী আধিকারিক সত্যেন্দ্র সিংয়ের একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বলেই খবর।    

উল্লেখ্য, গত বুধবার এসএসসি নিয়োগে দুর্নীতি মামলা ফিরিয়ে দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। তার পরই সিবিআই দপ্তরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। আইনি রক্ষাকবচ ছাড়াই সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন পার্থ। সাড়ে তিনঘণ্টা জেরা করা হয় তাঁকে। পরের দিন ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুক্রবার তাঁর রক্ষাকবচের আরজি খারিজ করে দেয় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় তাঁকে পার্টি করার নির্দেশ দেওয়া হয়।