কলকাতা ব্যুরো: স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বের করা হল সিজিও কমপ্লেক্স থেকে। মঙ্গলবার ফের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের দু’জনকে। এর আগে দু’দিন হাসপাতালে যাওয়ার পথে এবং হাসপাতাল থেকে বেরোনোর সময় নিজের অবস্থান জানিয়েছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ।
এর আগের দিনই তিনি ইডির উদ্ধার করা টাকা প্রসঙ্গে বলেছেন, টাকা তাঁর নয়। এমনকি, তিনি ‘ষড়যন্ত্রের শিকার’ বলেও দাবি করেছিলেন পার্থ এই স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার পথেই। ফলে জল্পনা, মঙ্গলবারও হয়তো পার্থ কিছু বলতে পারেন।
উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীর পদ থেকে পার্থের অপসারণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থের দফতরগুলির দায়িত্ব বণ্টন করা হবে। মন্ত্রিসভায় পার্থের জায়গায় নতুন মুখ আসতে পারেন বলেও জানিয়েছেন মমতা। পার্থ এ নিয়ে কিছু বলবেন কি না, সে দিকেও নজর থাকবে।
তবে সূত্রের খবর, পার্থকে মঙ্গলবার গাড়ির মাঝখানের সিটে বসিয়ে নিয়ে যাচ্ছেন ইডির তদন্তকারীরা। আগের দু’দিন গাড়ির জানলা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন পার্থ। গাড়িতে পার্থের আসন বদলানোয় সেই সম্ভাবনাও কমতে পারে বলে অনুমান।