কলকাতা ব্যুরো: শুরু হলো সংসদের বাদল অধিবেশন। ঠিক সকাল নয়টায় শুরু হলো অধিবেশন। তবে এবার থাকছে না প্রশ্নোত্তর পর্ব। হলো না সর্বদলীয় বৈঠক। যা দুই দশকে প্রথম। প্রতিদিন ১০ ঘন্টা করে চলবে অধিবেশন।লোকসভা ও রাজ্যসভার মধ্যে সময় ভা করে নিয়ে চলবে অধিবেশন। ১ অক্টোবর পর্যন্ত চলবে অধিবেশন।

অধিবেশনে থাকছেন না সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।

Share.
Leave A Reply

Exit mobile version