কলকাতা ব্যুরো: বছর শেষে কলকাতা আলোই সেজে উঠলেও বো বারাক এবার উৎসবহীন। কলকাতার অ্যাংলো পাড়ায় বড়দিন এবার ফিকে। করোনা আবহে বাতিল বো-বারাক ফেস্ট। বড়দিন মানেই যেমন পার্ক স্ট্রিটের উদ্যমতা তেমনই নিজস্ব আভিজাত্যে সেজে ওঠে বো বারাক। প্রথম বিশ্বযুদ্ধের সেনা হাসপাতাল থেকে আজকের কলকাতার অ্যাংলো পাড়া শতাব্দী প্রাচীন লালবাড়ি গুলো আজও গল্প শোনায়। বাড়ির ইট গুলোয় লুকিয়ে শহরের ইতিহাস। আলো ঝলমলে অলিগলি, ওয়াইন, কেক পেস্ট্রি, নাচে গানে জমে ওঠে বো বারাক ফেস্ট।
আর এই প্রথম ছন্দপতন। করোনা আবহে উৎসব বন্ধ রেখে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল বো-বারাক রেসিডেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। করোনা আবহে এবছর কোনও অনুষ্ঠান না হওয়ার পিছনে প্রধান কারণ, এখানের অধিকাংশ মানুষই বয়স্ক। তাই করোনার আবহে অনুষ্ঠান বাতিল হলেও স্বস্তিতে রয়েছেন তাঁরা। তারাও এই সময় এবছর কোনও জমায়েত চাইছেন না। মূলত বড়দিনের জন্যই এলাকার মহিলারা সারাবছর বাড়িতে ওয়াইন তৈরি করেন। যা ক্রিসমাসের সময় দেদার বিক্রি হয়।
কিন্তু এবছর করোনা আবহে তাও বন্ধ। প্রশ্ন উঠছে তাহলে এবার কি পার্ক স্ট্রিটের বড়দিনের উৎসবেও কাটছাঁট করা হবে?