কলকাতা ব্যুরো- দেশজুড়ে পালিত হবে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে আগেই উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্র। এবার সেই দিনেই ‘পরাক্রম দিবস’ পালনের ঘোষণা করল মোদী সরকার। এবার থেকে প্রতিবছর ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে পরাক্রম দিবস। দীর্ঘদিন ধরেই নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে এসেছে রাজ্য। ২৩ জানুয়ারির ছুটি আবেদন মঞ্জুর না হলেও সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। মঙ্গলবার সেই কারণেই নেতাজির জন্মদিবসকে গেজেট নোটিফিকেশনে বিশেষ দিন হিসেবে ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রক। জানানো হয় এবার থেকে প্রতিবছর ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’।

ইতিমধ্যেই মোদী সরকারের তরফে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের জন্য গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের কমিটি। যার শীর্ষস্থানে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা বছর ধরে কিভাবে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন হবে, তার পরিকল্পনা করবে এই কমিটি। তবে এবার দেশের জন্য নেতাজির অবদানকে মাথায় রেখেই তাঁর জন্মদিবসে পরাক্রম দিবস পালনের ঘোষণা করল সংস্কৃতি মন্ত্রক। আসন্ন বাংলার বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। তাই কেন্দ্রের এই ঘোষণাকেও ভোটবাজারে বাংলার মনে দাগ কাটার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য রাজ্যেও জোরকদমে চলছে প্রস্তুতি। ২৩ জানুয়ারিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share.
Leave A Reply

Exit mobile version