কলকাতা ব্যুরো: করোনা আবহে বহুদিন বাদে খুলেছে শহরের সিনেমা হল। বলিউড, টলিউডের বিগ রিলিজ নিয়ে মোটামুটি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলি। তবে এই টিকে থাকার লড়াইয়ে আর নিজেকে টিকিয়ে রাখতে পারল না ধর্মতলা চত্বরের আরেক জনপ্রিয় প্রেক্ষাগৃহ ‘প্যারাডাইস’। ১৯৪৩ সালে পথ চলা শুরু করে এই প্রেক্ষাগৃহ। তারপর ধীরে ধীরে শহরবাসীর কাছে এক নস্ট্যালজিয়ার নাম হয়ে ওঠে প্যারাডাইস।

সিনেমা হলের তরফে সুনীত সিং জানিয়েছেন, সিনেমা হল বন্ধ করে দেওয়ার আলোচনা চলছে। তাই আপাতত, কোনও সিনেমাই দেখানো হবে না। তবে ভবিষ্যতে এই সিনেমা হলের জায়গায় শপিং মল হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করেননি প্যারাডাইস কর্তৃপক্ষ। উল্লেখ্য, ধর্মতলা চত্বরে এর আগে বন্ধ হয়েছে মেট্রো, এলিট, রক্সি, লাইট হাউজ, গ্লোবের মতো একাধিক সিনেমা হল।

আর এবার প্যারাডাইস বন্ধ হওয়ায় কলকাতা শহরের সিঙ্গল স্ক্রিনের ইতিহাসের এক বড় অধ্যায়ের শেষ হল। এক সময় বড় স্ক্রিন আর দারুণ সাউন্ড সিস্টেমের জন্য আলাদা করে নজর কেড়েছিল প্যারাডাইস। গ্লোব, লাইটহাউজ, নিউ অ্যাম্পেয়ার যদি হলিউড ছবি দেখানোর জন্য শহরে প্রসিদ্ধ ছিল, তাহলে বলিউড ছবি দেখানোর জন্য বিখ্যাত ছিল প্যারাডাইস। এমনকী, রাজ কাপুরও পা রেখেছিলেন এই সিনেমা হলে। আপাতত, সব ইতিহাস। সব স্মৃতিকে বাক্স বন্দি করে বন্ধ হল প্যারাডাইস।

Share.
Leave A Reply

Exit mobile version