কলকাতা ব্যুরো: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আজ বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল-পেট্রাপোলে ৬ নভেম্বর ২০১৩ থেকে যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তবে করোনার মহামারীর কারণে যৌথ কুচকাওয়াজ গতবছর কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।
সাধারণতন্ত্র দিবসে আজ সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার অরুণ কুমার এবং বর্ডার গার্ড বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ সেলিম রাজা পরস্পরের মধ্যে মিষ্টি বিনিময় করেন।
সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের এক বিবৃতিতে জানান হয়েছে, বিএসএফ এবং বিজিবি’র জওয়ানেরা সকালে বেনাপোল ও পেট্রাপোলের আন্তর্জাতিক সীমান্তে পতাকা উত্তোলন করেন এবং সন্ধ্যায় যৌথ কুচকাওয়াজ হয়।