কলকাতা ব্যুরো: পাকিস্তান শুধু জঙ্গী কার্যকলাপে মদত দিচ্ছে না এদেশে আগ্নেয়াস্ত্র এবং মাদকের পাচার চালিয়ে যাচ্ছে, শনিবার গভীর রাতে কাশ্মীরের পাকিস্তান সীমান্তে বিএসএফের নজরদারির সময় আবার তার প্রমাণ পাওয়া গেলো।বিএসএফ নজরদারিতে একটি প্যাকেট উদ্ধার করে। যার মধ্যে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং বেশকিছু সন্দেহজনক মাদকদ্রব্য ছিল। পাকিস্তানের আরনিয়া সীমান্ত এলাকা থেকে ভারতের মধ্যে ওই অস্ত্র এবং মাদক পাচার করা হচ্ছিলো। কিন্তু বিএসএফ সময়মতো পৌঁছে যাওয়ায় এদেশের পাচারকারীরা আর তা হস্তগত করতে পারেনি।