এক নজরে

পাকিস্তানের ম্যাপে কাশ্মীরের সঙ্গে এবার জুনাগড়

By admin

September 16, 2020

কলকাতা ব্যুরো: জম্মু ও কাশ্মীর এবং লাদাখ শুধু নয়, এবার গুজরাতের জুনাগড় কেও তাদের অংশ বলে দাবি করলো পাকিস্তান। সদ্য প্রকাশিত পাকিস্তানের এই ম্যাপকে সামনে রেখেই মঙ্গলবার মস্কোতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর বৈঠকে বসে ছিল ইমরান খানের দেশ। সেই বৈঠকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। তিনি পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার পিছনে ওই ম্যাপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে আহ্বান করা রাশিয়ার কর্তাদের এ ব্যাপারে অভিযোগ জানিয়ে প্রতিবাদস্বরূপ ওই বৈঠক থেকে বেরিয়ে যান অজিত দোভাল।

এর আগে নেপাল সরকার একটি ম্যাপ প্রকাশ করেছিল। তাতে দেখা যায়, ভারতের প্রায় ৪০০ বর্গমিটার জায়গা নেপালের বলে দেখানো হয়েছে। অন্যদিকে লাদাখ সীমান্তে প্যাংগং লেকের ধারে ভারতের একটা বড় অংশই চিন নিজের এলাকার মধ্যে বলে দাবি করছে বেশ কিছুদিন ধরেই। এই পরিস্থিতিতে পাকিস্তানের নতুন করে ম্যাপ প্রকাশ এবং সেখানে কাশ্মীর সহ গুজরাতের একাংশকে নিজেদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা বিপদজনক বলেই মনে করছেন ভারতের নিরাপত্তা আধিকারিকরা।

বর্তমানে লাদাখ এবং অরুণাচল সীমান্তে চিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে। এই অবস্থায় পাকিস্তানের নতুন করে এমন ম্যাপের অনুমোদনকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত হিসেবেই দেখছেন আধিকারিকরা। ফলে যে কোনভাবেই হোক ইমরান সরকারকে জবাব দিতে প্রস্তুত হচ্ছে ভারত সরকার। প্রতিরক্ষা মন্ত্রী সংসদে দাঁড়িয়ে চব্বিশ ঘণ্টা আগেই জানিয়ে দিয়েছেন, সীমান্তে চিনের সঙ্গে সমস্যা রয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাও আগামী শীতে সীমান্তে বাড়তি বাহিনী রাখার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করেছে। এই অবস্থায় পাকিস্তানের এমন আচরণে যথেষ্টই ক্ষুব্দ দিল্লি।

প্রসঙ্গত, ব্রিটিশ ভারতেও ছিল একটা স্পষ্ট বিভাজন। ব্রিটিশ ভারত এবং রাজন্য শাসিত ভারত। দেশ স্বাধীনের আগে মাউন্টব্যাটেন প্ল্যানের আওতায় ভারতের প্রায় ৬০০ টি রাজন্য শাসিত রাজ্যকে সুযোগ দেওযা হয়েছিলো, হয় ভারত, না হয় পাকিস্তান কিংবা স্বাধীনভাবে থাকার। বর্তমান ভারতের অন্তর্গত তিনটি রাজ্য-কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদকে নিয়েই তৈরি হয়েছিলো সমস্যা।