এক নজরে

ডিসেম্বরেই অক্সফোর্ড ভ্যাকসিনের ১০ কোটি ডোজ পাবে ভারত

By admin

November 14, 2020

কলকাতা ব্যুরো : অক্সফোর্ড ও অস্ট্রাজেনকার যৌথভাবে তৈরি কোবিড টিকা ভারত হাতে পেতে চলেছে এর পরের মাসেই। এরকমটাই জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সি ই ও আধার পুনাওয়ালা। তিনি জানিয়েছেন গত দু’মাস অস্ত্রাজেনকার টিকার ৪ কোটি ডোজ প্রস্তুত করেছে সেরাম। খুব তাড়াতাড়ি নভাভাক্সের টিকা প্রস্তুতের কাজও শুরু করবে সংস্থাটি। এস্ট্রোজেন কার শেষ পর্যায়ের ট্রায়ালের পরে যদি দেখা যায় এই টিকা কভিড থেকে সুরক্ষা দিতে পারছে তবে ডিসেম্বরের মধ্যে জরুরী ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমতি পেতে পারে সেরাম।

সংস্থাটির সি ই ও আরও জানিয়েছেন উৎপাদন সংক্রান্ত বাধা কাটিয়ে সারা বিশ্বের জন্য করণা টিকা আনতে ২০২৪ সাল হয়ে যাবে। হায়দ্রাবাদের সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজের সঙ্গে জোট বেঁধে রাশিয়ার টিকা স্পুটনিক ৫ ভারতের জন্য চলে এসেছে। স্পুটনিক’ ভি লোগো দেওয়া বাক্স গাড়ি থেকে নামানো হচ্ছে এমন ভিডিও দেখা গিয়েছে। সংস্থার তরফে এই খবর স্বীকার করে নেওয়া হয়েছে।