এক নজরে

ফের অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি মিললো

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো: ট্রায়াল চলাকালীন এক স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগের ওর তার শরীরে কিছু উপসর্গ দেখা দেওয়ায় অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটেন। ঠিক হইয়াছিল, বিষয়টি পর্যালোচনার জন্য গঠিত কমিটির অনুমোদন মেলার পরই শুরু হবে ট্রায়াল। ব্রিটেনের ওই সিদ্ধান্তের পর আমেরিকা সহ বিশ্বের আরো চারটি দেশও তড়িঘড়ি তার ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত নেয়। দিন দুয়েক আগে তা বন্ধ করে ভারতের সিরাম ইনস্টিটিউট ও।

শনিবার ওই ভ্যাক্সিনটির প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, ফের ট্রায়াল শুরুর অনুমোদন মিলেছে বিশেষজ্ঞ কমিটির তরফে। বিষয়টি খতিয়ে দেখার পরই ওই অনুমতি মিলেছে।