এক নজরে

ফের অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি সিরামকে

By admin

September 16, 2020

কলকাতা ব্যুরো: দিন কয়েক স্থগিতাদেশ থাকার পর ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন পেলো সিরাম ইনস্টিটিউট। দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ট্রায়ালের জন্য তাদের অনুমতি দিলো ডিজিসিআই।

এর আগে ওই ভ্যাকসিনের ট্রায়াল চলাকালীন এক স্বেচ্ছাসেবকের দেহে কিছু উপসর্গ দেখা দেওয়ায় তার ট্রায়াল বন্ধ করেছিলো ব্রিটেন। আরো চারটি দেশ যেখানে তার ট্রায়াল চলছিলো, তারাও একই সিদ্ধান্ত নেয়। ওই পরিস্থিতিতে ভারতেও সিরাম ইনস্টিটিউটকে ট্রায়াল বন্ধ রাখার নির্দেশ দেয় ড্রাগ রেগুলেটরি কমিশন। ফের ব্রিটেনে তা চালুর পর আবার সিরাম ইনস্টিটিউট ও সেই অনুমতি পেলো।