কলকাতা ব্যুরো: ব্রিটেনে প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবকের দেহে কিছু উপসর্গ দেখা দেওয়ায় অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করেছিলো ব্রিটেন। বিশ্বের আরো চারটি দেশ তড়িঘড়ি ওই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করে। যদিও ভারতে তার ট্রায়াল চালিয়ে যাচ্ছিলো সিরাম ইনস্টিটিউট। কিন্তু এই অবস্থায় ওই ট্রায়াল চালানো কতটা নিরাপদ ? সিরাম ইনস্টিটিউটের কাছে তার ব্যাখ্যা চায় ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া। এরপরেই ওই ট্রায়াল বন্ধ করে সিরাম ইনস্টিটিউট।