কলকাতা ব্যুরো : সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই ভারতে পাওয়া যাবে অক্সফোর্ডের ভ্যাকসিন।জানা যাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন এর কার্যকারিতা যথেষ্ট ভাল এবং ট্রায়ালে তা বয়স্ক মানুষের শরীরে ও খুব ভালো কাজ করছে। ভ্যাকসিন প্রয়োগের পর শরীরে একটি সেল তৈরি হচ্ছে যা করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। অক্সফোর্ডের এই ভ্যাকসিন এর দুটি ডোজের দাম পড়বে ১০০০ টাকা। সেরাম ইনস্টিটিউট এর সিইও আদর পুনাওয়ালা এ কথা জানিয়েছেন। পুনাওয়ালা দাবি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের জন্য এ ভ্যাকসিন পাওয়া যাবে এবং এপ্রিল মাস থেকে দেশের বাজারে সবার জন্য চলে আসবে এই ভ্যাকসিন । তবে চূড়ান্ত পর্বের রিপোর্ট এবং সরকারি অনুমোদন এর ওপর সব নির্ভর করছে।
হিন্দুস্থান টাইমস লিডারশিপ বক্তব্য রাখতে গিয়ে পুনাওয়ালা জানিয়েছেন ২০২৪ সালের মধ্যে প্রত্যেক ভারতীয় করণা টিকা করন হয়ে যাবার কথা ।
বৃটেনের সরকারি কর্তৃপক্ষ এবং ইউরোপিয়ান মেডিসিন ইভ্যালুয়েশন এজেন্সি জরুরী ভিত্তিতে অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমতি দিলে ভারতে এই ভ্যাকসিনের এমার্জেন্সি ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার এর কাছে সেরাম ইনস্টিটিউট আবেদন করবে। তবে প্রথমে তা শুধুমাত্র স্বাস্থ্যকর্মী এবং সামনের সারিতে থাকা ডাক্তার, নার্স এবং বয়স্কদের ওপরেই প্রয়োগ করা হবে। যতক্ষণ এই ভ্যাকসিন মানুষের ১০০ শতাংশ নিরাপদ বলে প্রমাণিত হচ্ছে ততদিন তা শিশুদের ওপর প্রয়োগ হবে না বলেই সূত্র মারফত খবর পাওয়া গেছে। ভারতে এই ভ্যাকসিনের ১০ কোটি ডোজ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সেরাম ইনস্টিটিউট।