শেয়ার বাজার

#sharemarket : ওভার সোল্ড জোন শেয়ার বাজার

By admin

May 12, 2022

Mainak sharma Portfolio manager and analyst of Anand Rathi share and stock brokers limited 8759689108 ( call and WhatsApp)

একদিকে বিশ্ব বাজারে ভারতীয় মুদ্রা রুপির দাম কম ও অন্যদিকে বিশ্ব ব্যাপী মন্দা র ফলে টানা পঞ্চম দিনে পতন শেয়ার বাজারে। রেকর্ড করা নীচে নেমে আসে দুই সূচকের। বি এস ই সেনসেক্স একদিনে ২.১৪ শতাংশ বা ১,১৫৮.৮ ঘর কমে দাঁড়ায় ৫২,৯৩০ । অন্যদিকে নীফটি ৩৫৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫,৮০৮ এর ঘরে।

উচ্চ মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদনের পরে বিশ্বব্যাপী বাজারের দুর্বল বাণিজ্যের পরে ভারতীয় ইক্যুইটি বেঞ্চমার্কগুলি ক্ষতির সম্মুখীন দিয়েই দিনের শুরু। শুরুতেই ১৬০০০ এর ঘরে দাড়ায় নীফটি, যা তাঁর শেষ সাপোর্ট জোন ১৬১০০ কেও টপকে যায়। তার পর আরো পড়তে থাকে নীচের দিকে।

বিশ্ব ব্যাপী মন্দা সত্ত্বেও বেশ উপরেই ছিলো ভারতের বাজার ,কিন্ত মার্কিন ডলার এর তুলনায় ভারতীয় রুপির দাম কম হওয়ায় শেয়ার বাজারে বেশ ভারি বিক্রির প্রবণতা বাড়ে বিদেশি সংস্থা গুলীর। মার্কিন মুদ্রাস্ফীতির সাথে বারে ভারতীয় মন্দার মাত্রাও। বর্তমানে ৭.৫ শতাংশ ইনফ্লুয়েন্স দর হলেও যা বেড়ে হতে পারে ৭.৭৯।

তবে বাজার নীচে নেমে যাওয়ার মধ্যা কারণ হলো অর বী আই এর রেপো রেট। কারন ভারতীয় রুপি কে আবার তুলতে হলে বাড়াতে পারে রেপো রেট ও রিভার্স রেপো রেট । ফলে বাজারে বিনিয়োগের হন্ডিং বিক্রি করছে FII।

আদানি পোর্টস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, টাটা স্টিল এবং হিন্দালকো ইন্ডাস্ট্রিগুলি নিফটি ক্ষতির তালিকার শীর্ষে ছিল। Wockhardt, Voltas, Sun TV Network, RBL Bank, Nestle India, Jubilant FoodWorks এবং IFCI সহ ৩০০ টিরও বেশি স্টক বিএসইতে তাদের ৫২ -সপ্তাহের সর্বনিম্ন ছুঁয়েছে৷

নিফটি র পরবর্তী সাপোর্ট এলাকা ১৫৭০০। যোদি তা পাড় করে তবে যেতে পারে ১৫৪০০ র কাছে। তবে একদিনে ১৫৪০০ র দিকে এলেও আবার উপড়েই বন্ধ হতে পারে বাজার। পুল ব্যাক এলে যেতে পারে ১৬৪০০।

বর্তমানে বাজার রয়েছে ওভার সোল্ড জোন। এই সময়ে লং টার্ম ওয়াচ লিস্টে যোগ করতে হবে ইউ বি এল টি সি এস ও অশোক লেলেন্ড কে।