কলকাতা ব্যুরো: ব্রিজি গাজিপুকুর এলাকায় পুরনিগমের ওয়ার্ড অফিসের পাশে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। এদিকে ট্যাঙ্কের একাংশ ১১০ নম্বর ওয়ার্ড অফিসের গা ঘেষে পড়ার কারনে অফিসের একাংশও ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। সে সময় ভিতরে বেশ কয়েকজন ছিলেন। অনেকেই বেরিয়ে আসতে পারলেও কয়েকজন আটকে পড়েন।
পরে স্থানীরাই একজনকে নিরাপদে বের করে আনেন। খবর দেওয়া হয় থানা ও দমকলে। পরে আরও একজনকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক দেবব্রত মজুমদার, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ও স্থানীয় কাউন্সিলর সরোজ মণ্ডল।
জানা গিয়েছে, ওই ওভারহেড ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ করে কেএমডিএ। ওই এলাকারই বেশ কিছু জায়গায় তারা জল সরবরাহ করে। প্রায় ৪ লক্ষ লিটারের বেশি আয়তনের এই জলাধার মাত্র কয়েক বছর আগেই তৈরি করেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তবে জলাধারটির সংস্কার হতো না বলেই অভিযোগ স্থানীয়দের। আর দীর্ঘদিন সংস্কার না-হওয়াতেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে।