কলকাতা ব্যুরো: বুধবার উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস৷ তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আজ।বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তরবঙ্গে ইতিমধ্যেই কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত চলবে।তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণের বেশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। বৃহস্পতিবার পশ্চিমের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
অন্যদিকে কলকাতার আকাশ বুধবার আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ।