কলকাতা ব্যুরো: আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গে ৷ একাধিক জেলায় কমলা সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। ফলে পার্বত্য এলাকাগুলিতে ধসের আশঙ্কা ও পাহাড়ি নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে ৷ পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস৷ শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে৷ শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। রয়েছে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বুধবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ।
প্রসঙ্গত, হিমালয়ের পাদদেশে সক্রিয় মৌসুমি অক্ষরেখার অবস্থানের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে। এর ফলে আসাম, সিকিম ও মেঘালয়-সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে ৷ শনিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।