এক নজরে

#Margaret Alva : বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা

By admin

July 17, 2022

কলকাতা ব্যুরো: উপরাষ্ট্রপতি পদে আলাদা প্রার্থী ঘোষণা করলো বিরোধী শিবির। এনডিএ প্রার্থী রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজস্থানের প্রাক্তন রাজ্যপালকে বেছে নেওয়া হলো। বিরোধীদের মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। রবিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলগুলির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মার্গারেট আলভার (Margaret Alva) নাম ঘোষণা করেন পওয়ার নিজেই।

আলভা (Margaret Alva) মূলত কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত। তিনি উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাটের রাজ্যপাল ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া ৫ বারের সাংসদও ছিলেন। শনিবার বিজেপি সংসদীয় দল বৈঠক করে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর রবিবার বিরোধী শিবির বৈঠক করে ধনকড়ের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করল মার্গারেট আলভার (Margaret Alva) নাম। ফলে আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াই হবে জগদীপ ধনকড় ও মার্গারেট আলভার। যদিও অঙ্ক বলছে, সমর্থনের নিরিখে ধনকড়ের জয়ের পথ এমনিতেই মসৃণ। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা (Margaret Alva) এই লড়াইয়ে বেগ দেবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

মার্গারেট আলভার (Margaret Alva) জন্ম কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। আইন নিয়ে পড়াশোনার পর তা নিয়েই কেরিয়ারের পথে এগিয়েছিলেন। ১৯৬৯-এ রাজনীতিতে যোগ দেন। ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের ‘হাত’ ধরে পথচলা শুরু। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তী সময়ে সংসদে পা রাখেন। চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। এছাড়া উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন মার্গারেট আলভা। ফলে সংসদীয় রাজনীতিতে তিনি বেশ অভিজ্ঞ। আর এমন ব্যক্তিকেই উপরাষ্ট্রপতি পদের লড়াইয়ের জন্য দাঁড় করালেন বিরোধী শিবিরে তাবড় নেতারা।

তবে রবিবার পওয়ারের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। দলের তরফে জানানো হয়েছে, ২১ জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত সাংসদরা৷ সূত্রের খবর, ২১ জুলাই শহীদ সমাবেশের পর বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনে বাংলার শাসক দলের অবস্থান ঠিক করা হবে৷ তবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ছিলেন সিপিএম, কংগ্রেস, শিব সেনা-সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা। তাঁরা সম্মিলিতভাবে মার্গারেট আলভার (Margaret Alva) নাম প্রস্তাব করেছেন।