এক নজরে

রাত বাড়তেই বিহারে ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ বিরোধীদের

By admin

November 10, 2020

কলকাতা ব্যুরো: বিহারে শেষ মুহূর্তে ফল ঘোষণা নিয়ে বড়োসড়ো গোলমালের অভিযোগ তুল লো বিরোধীরা। শেষ মুহূর্তে যেখানে একেবারে কাছাকাছি দু’পক্ষের ভোট পড়েছে, সেখানে বহু জায়গায় ফল গণনা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরজেডি, কংগ্রেস, বামেদের অভিযোগ, জেলা প্রশাসনের আধিকারিকরা সেন্টারে ঢুকে নির্দেশ দিচ্ছেন। এমন চললে তাহলে আরো রাত যত বাড়বে, ততই শেষ মুহূর্তে ব্যালট বক্স ওলট-পালট হওয়ার আশঙ্কা বিরোধীদের।

এদিকে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বিহারে যে সমস্ত আসনে ভোটের ব্যবধান মোট বাতিল পোস্টাল ব্যালটের থেকে কম হবে, সেখানে পুনর্গণনার নির্দেশ দেওয়া হবে।ফলে এই অবস্থায় বিহারে আদতে কোন পক্ষ সরকার গড়বে, তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেল।শেষ মুহূর্ত পর্যন্ত বিহারে ২৪২ আসনের মধ্যে ৭৪ আসনে ফল চূড়ান্ত ঘোষণা হয়ে গিয়েছে। তার মধ্যে ২২ টি তে জয়ী হয়েছে বিজেপি। আরজেডি ২৯ টি, নীতীশ কুমারের জে ডি ইউ ১৩ টি, কংগ্রেস সাতটি, সি পি আই এম এল পাঁচ টি আসনে জয়ী হয়েছে। এর বাইরে সি পি আই, সিপিআইএম সহ অন্য কয়েকটি দল একটি করে আসন পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ১২৫ টি আসনে এগিয়ে রয়েছে। আর মহাজোট এগিয়ে আছে ১১১ টি আসনে।