কলকাতা ব্যুরো: (ছবি- এ এন আই) সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর ৮৭ দিন পর অবশেষে মাদক মামলায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত রেহা চক্রবর্তীকে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ সৌভিক চক্রবর্তী, শ্যামুয়েল মিরান্ডা, দীপেশ সহ মোট দশজনকে গ্রেপ্তার করেছে।
সূত্রের খবর, গত তিনদিন ধরে লাগাতার জেরায় রেহা এমন কিছু নাম ফাঁস করেছেন, যারা বলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘ সেই তালিকায় শুধু অভিনেতা বা অভিনেত্রী নন, পরিচালক, প্রযোজক থেকে এমন অনেকের নাম আছে, যাদের সিনেমা দেখে আপ্লুত হয় গোটা পৃথিবী। আবার এদের অনেকের যারাই নিয়ন্ত্রিত হয় মুম্বাইয়ের ফিল্ম দুনিয়া। মাদকচক্রর সঙ্গে এদের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দীর্ঘ জেরায় রেহা সে কথা জানিয়েছেন বলে দাবি।
ইতিমধ্যেই বলিউডের আরেক বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত চারজন অভিনেতার নাম করে তাদের মাদক যোগের অভিযোগ তুলেছিলেন। এবার রেহা চক্রবর্তী যে সব নাম এনসিবিকে জানিয়েছেন বলে দাবি আদবে তাদের গায়ে কতটা আঁচ লাগবে এই তদন্তের তা নিয়ে যথেষ্টই কৌতুহল রয়েছে।