কলকাতা ব্যুরো: মেট্রোর পর এবার সরকারি ট্রাম-বাসের স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে অনলাইনে। কার্ড রিচার্জ করতে আর ছুটতে হবে না বাস ডিপোয়। ঘরে বসেই তা করে ফেলতে পারবেন যে কেউ। কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধায় নয়া পরিষেবা চালু করলো রাজ্য পরিবহন দপ্তর। আজ থেকেই এই পদ্ধতিতে কার্ডে টাকা ভরা যাবে। সর্বোচ্চ ১৫০০ টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকার রিচার্জ করা যাবে। www.onlinerecharge.wbtc.co.in এই সাইটে ঢুকে নিজের মোবাইল নম্বার এবং কার্ড নাম্বার লিখে রিচার্জ করতে হবে।
পরিবহন দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার যাত্রী এই স্মার্ট কার্ড ব্যবহার করছেন। এতদিন নির্দিষ্ট ১৪টি ডিপোয় গিয়ে তাদের কার্ড রিচার্জ করতে হতো। কিন্তু এবার সেই ঝামেলা থেকে তারা মুক্তি পেলেন। ফেরি চলাচলের ক্ষেত্রেও এই কার্ড ব্যবহার করা হয়।