কলকাতা ব্যুরো: মূল্যবৃদ্ধিতে বিয়ের অনুষ্ঠানে পেয়াজ উপহার দেওয়ার চল গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে। কিন্তু আকালের মধ্যে বস্তা বস্তা পেঁয়াজ চুরির ঘটনা সম্ভবত খুব একটা নজরে আসে না। পুনের এক ব্যবসায়ীর ৫৮ বস্তা পেঁয়াজ চুরি করে ধরা পড়ে গেল চার পেঁয়াজ চোর। যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২১ অক্টোবর পুনের ওই ব্যবসায়ীর গোডাউন তালা ভেঙে ৫৮ বস্তা পেঁয়াজ চুরি হয়ে যায়। তিনি থানায় অভিযোগ জানালে, এখনো পর্যন্ত ৪৯ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয় চোর এদের হেফাজত থেকে। বাকি ন’ বস্তা ইতিমধ্যেই তারা বিক্রি করে দিয়েছে বলে জেরায় স্বীকার করে ওই চার পেঁয়াজ চোর বর্তমানে পুনেতে ৭৫ থেকে ৮০ টাকা কিলো দরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
এরাজ্যেও এখন কিলো প্রতি ৮০ টাকা দরে পেঁয়াজ কিনতে হচ্ছে আম আদমিকে। অথচ দ্রুত দাম কমার কোনো আশ্বাস কেন্দ্র বা রাজ্যের কোন তরফেই পাওয়া যাচ্ছে না। কেননা মহারাষ্ট্রের নাসিকে পেঁয়াজ এখন নেই। খরিপ মরসুমে মূলত রাজস্থান, ছত্রিশগড়, অন্ধপ্রদেশের পেঁয়াজ বাজারে জোগান সামাল দেয়। কিন্তু এবার ওই রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে বহু চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। ফলে সেই পেঁয়াজ বাজারে কতখানি আসবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে ব্যবসায়ীদের।
যদিও পেঁয়াজের আকাশছোঁয়া দাম ঠেকাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মজুদের ক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত খুচরা বিক্রেতা দু টন এবং পাইকারি ব্যবসায়ীরা ২৫ টনের বেশি পেঁয়াজ সংগ্রহে রাখতে পারবেন না। একইসঙ্গে কালোবাজারি এবং মজুদদারী রুখতে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এতকিছুর পরেও পেঁয়াজের দাম দ্রুত কমবে কিনা, তার কোন হদিশ কোন সরকারই দিতে পারছে না আমজনতাকে।