এক নজরে

পেঁয়াজের মজুদ নিয়ন্ত্রণে নির্দেশ, ইবির ঢক্কা নিনাদ

By admin

November 05, 2020

কলকাতা ব্যুরো: পেয়াজ ৯০ টাকা আর আলু ৪২ টাকা খুচরা বাজারে দাম উঠার পরে এবার দর নিয়ন্ত্রণে মাঠে নামল রাজ্য। কেন্দ্রের নির্দেশ মেনে পেঁয়াজের দাম কমাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এখন থেকে খুচরা বিক্রেতা দুই মেট্রিক টন এবং পাইকারি বিক্রেতা ২৫ মেট্রিক টনের বেশি পেঁয়াজ একসঙ্গে মজুদ করতে পারবেন না। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করতেই নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফের শুক্রবার থেকে বাজারগুলিতে ব্যাপক রেড করার কথা আগাম ঘোষণা করা হয়েছে। যদিও ইবির এই বাজার নজরদারি নিয়ে প্রশ্ন রয়েছে প্রশাসনের একটা অংশের মধ্যে। এক অফিসার বলেন, নামমাত্র নজরদারি করার জন্য আগাম ঢাক-ঢোল পিটিয়ে অফিসাররা সংবাদমাধ্যমকে জড়ো করেন। তারপরে দু একটা জায়গায় নজরদারির চালিয়ে টিভি ক্যামেরায় ছবি হয়ে গেলেই যে যার মত চলে যান।ওই অফিসারের বক্তব্য, সত্যি যদি বাজারের ওপর নজরদারি রাখতে হয়, তাহলে এমন ঢাক ঢোল পেটালে, যারা বেআইনি কাজ করছে তারা আগেই সতর্ক হয়ে যাবে। ফলে প্রচার প্রয়োজন, নাকি সত্যি বাজারে নজরদারি প্রয়োজন, সেটা আগে ঠিক করা উচিত। যদিও ইবির অফিসারদের বক্তব্য, শুধু নজরদারি করে কিছু হয়না। তাছাড়া পরিকাঠামোর অভাব রয়েছে। তাই একদিকে নজরদারির সঙ্গেই তা যদি সংবাদমাধ্যমে প্রচার হয়, তা দেখে অন্যান্য জায়গার বেআইনি কারবারিরা সতর্ক হবেন, তাই এই পন্থা।