কলকাতা ব্যুরো: একদিনেই পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ১০ টাকা। এ যেন পাটিগণিতের সহজ নিয়ম মেনে চলছে। রোজই তার দাম কেজিতে বাড়বে ১০ টাকা। ঠিকই তাই। দুদিনে কলকাতার খুচরো বাজারে পেঁয়াজের দাম বাড়লো কেজি প্রতি ২০ টাকা। এখন তার দাম ছুঁয়েছে কেজি প্রতি ৭০ টাকা। ক্রেতাদের এখন একটাই প্রশ্ন, আর কত?

একথা ঠিকই যে এবারের অতিরিক্ত বৃষ্টিতে মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্য গুলিতে ভালো পরিমান পেঁয়াজ নষ্ট হয়েছে মাঠে জল জমার কারণে। কিন্তু দেশের বাজারে পেঁয়াজের জোগান ঠিক রাখতে পেঁয়াজ রপ্তানিও বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। একমাত্র বাংলাদেশে পাঠানো হচ্ছে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ।

কিন্তু তারপরেও কি এতোটাই সঙ্কট পেঁয়াজের? কোলে মার্কেট ভেন্ডার্স সংগঠনের সভাপতি কমল দে জানান, গতকাল কলকাতার পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছিল ৩৮-৪১ টাকা। আজ তার দাম ৩৭-৪০ টাকা। সেখানে খুচরো বাজারে তার দাম ৬০-৭০ টাকা কিলো হবে কেন? বাজারের দাম নিয়ন্ত্রণে আইন, নজরদারির অভাবেই তা ঘটছে।

Share.
Leave A Reply

Exit mobile version