%%sitename%%

এক নজরে

Jammu & Kashmir: সোপিয়ানে এনকাউন্টার, নিকেশ জঙ্গি

By admin

October 01, 2021

কলকাতা ব্যুরো: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম এক সন্দেহভাজন জঙ্গি। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সোপিয়ানের রাখামা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে অংশ নেয় সেনা, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।

এদিন নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। শুরু হয় দু পক্ষের গুলির লড়াই। এরপরই এনকাউন্টারে মৃত্যু হয় সন্দেহভাজন এক জঙ্গির।

বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জারি রয়েছে অভিযান।