কলকাতা ব্যুরো: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের কিনারায় আরও তৎপর বিশেষ তদন্তকারী দল সিট। এই মামলায় কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি জমা দেওয়ার আগে তড়িঘড়ি ভিনরাজ্য থেকে গ্রেপ্তার করা হল এক দুষ্কৃতীকে। বোকারো থেকে ধৃত কালেবর সিং এই হত্যাকাণ্ডের অন্যতম চক্রী বলে জানাচ্ছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পেশ করা হবে। শুক্রবারই আদালতে রিপোর্ট এবং কেস ডায়েরি পেশ করেন পুরুলিয়ার পুলিশ সুপার।
তবে ঘটনাস্থলের ফটোগ্রাফ পরে কেন নেওয়া হয়েছিল? সিআইডি তদন্তভার নেওয়ার পরে কেন ফটোগ্রাফি করা হল? এটা তো সঙ্গে সঙ্গে করা উচিত ছিল। আইসির বিরুদ্ধে অভিযোগ কেন উঠছে? এদিন রাজ্যকে প্রশ্ন আদালতের। সোমবার দুপুর ২ টোয় মামলার পরবর্তী শুনানি হবে।
সিট সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বোকারোর জরিডি থানা এলাকা থেকে কালেবর সিং নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ওই জরিডি এলাকাতেও। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, তপন কান্দু হত্যাকাণ্ডে আরেকজনকে গ্রেপ্তার করেছি আমরা। সে অন্যতম মূলচক্রী।
তবে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে এই কালেবর সিংয়ের ভূমিকা ঠিক কী, তা জানা যায়নি এখনও। সে কি ভাড়াটে খুনি নাকি খুনের ষড়যন্ত্রকারী নাকি ওইদিন বিকেলে বাইকে চড়ে আসা তিনজনের মধ্যে একজন – তা এখনও স্পষ্টভাবে জানতে পারেননি তদন্তকারীরা। আজ তাকে পুরুলিয়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।
গত ১৩ মার্চ বিকেলে হাঁটতে গিয়ে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে আততায়ীদের গুলিতে খুন হন ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই ঘটনার পরেই তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতিতে। এর আগে তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে নেমে তাঁর ভাইপো দীপক কান্দুকে গ্রেপ্তার করেছিল সিট। এরপর দ্বিতীয় অভিযুক্ত হিসেবে কালেবর সিংকে গ্রেপ্তার করা হল ভিনরাজ্য থেকে।