কলকাতা ব্যুরো: পুরভোটের মুখে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা সহ এক যুবককে গ্রেফতার করলো কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ এক কোটি। সোমবার রাতে অ্যাসেম্বলি অফ গড চার্চ-এর সামনে থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতের নাম প্রীতম পাল। বছর সাতাশের এই যুবকের বাড়ি মহেশতলার পূর্ব পাড়ায়।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অ্যাসেম্বলি অফ গড চার্চ চত্বরে হানা দেয় এসটিএফ। সেখানে অপেক্ষারত এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এসটিএফের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেসময় যুবকের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালালে নগদ এক কোটি টাকার সন্ধান মেলে।
তার কাছে এত নগদ টাকা কোথা থেকে এলো? কার জন্য সে এক কোটি টাকা নিয়ে অপেক্ষা করছিল? পুলিস তার সদুত্তর পায়নি। ফলে রাতেই অভিযুক্তকে আটক করে পার্ক স্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিস তাকে গ্রেফতার করে। খবর দেওয়া হয় আয়কর বিভাগকেও।
পুরভোটের কারণেই শহরে এই টাকা আনা হয়েছিল কি না, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। টাকার উত্স খুঁজতে ধৃতকে রাত থেকে কয়েকপ্রস্থ জেরাও করা হয়েছে অভিযুক্তকে। তবে এই নগদ টাকার নেপথ্যে হাওয়ালা গ্যাং জড়িয়ে থাকার সম্ভবনাও পুলিস উড়িয়ে দিতে পারছে না। তাই ধৃতকে আরও জেরা করা প্রয়োজন। তাকে আদালতে তুলে হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিস।