কলকাতা ব্যুরো: সদ্য কেনা মোবাইল ফোন অকেজো হয়ে যাওয়ায় তার ভাইজি অনলাইন ক্লাস করতে পারছিল না। কোম্পানি সেই ফোন বদলে না দেওয়ায় দোকানের সামনেই নিজের গায়ে আগুন দিলেন এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। ভীম সিং নামে ওই ব্যক্তির দেহের ৬০ শতাংশই পুড়ে গিয়েছে।
আদতে দিল্লির একটু দূরে প্রহ্লাদপুর এলাকার বাসিন্দা ভীম নিজের গ্রামের একটি দোকান থেকে মাস খানেক আগেই অপো কোম্পানির একটি মোবাইল ফোন কিনেছিলেন। কিন্তু সেটি কয়েকদিনের মধ্যেই খারাপ হয়ে যায়। ফলে তার ভাইজি অনলাইন ক্লাস করতে পারছিলো না। তিনি ফোনটি বদলে দেওয়ার জন্য বারে বারে তাগাদা দিলেও, কোম্পানি জানিয়ে দেয় তা সম্ভব নয়। এর পরেই তাকে দিল্লিতে ও পোর সার্ভিস সেন্টারে যেতে বলা হয়।
কিন্তু দিল্লির সাউথ রহিনি থানা এলাকায় ওই সার্ভিস সেন্টার তার আবেদন ছিল, ফোনটি বদলে দেওয়ার। আদতে তা না হওয়ায় তিনি দোকানের বাইরে এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সিসিটিভি তে সেই ছবিও ধরা পরে।
পুলিশ খবর পেয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশের কাছে ওই ব্যক্তি গোটা ঘটনার বিবরণ দিয়েছেন। এমনকি তার মোবাইল বদলে দেওয়ার বদলে, তাকে হেনস্থা হতে হয় বলেও অভিযোগ ভীম সিংয়ের।

Share.
Leave A Reply

Exit mobile version