কলকাতা ব্যুরো: মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবার রাজ্যে মাথাচাড়া দিল ওমিক্রনের কাঁটা। এবারও বিদেশ ফেরত এক ভারতীয়কে ঘিরে সংশয়। তবে দমদম বিমানবন্দরে কোভিড নেগেটিভ হলেও, বাড়ি ফিরে কিছু সমস্যা দেখা দেয় তাঁর। কোভিড পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে বলেই খবর। আপাতত শহরের এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
গত সপ্তাহে সাত বছরের এক শিশু-সহ তিনজন ভিনদেশ থেকে আসা পশ্চিমবঙ্গের বাসিন্দা কোভিড পজিটিভ হন। হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। তাঁরা এই মুহূর্তে বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন। সেই রেশ কাটতে না কাটতেই ফের ওমিক্রনের কাঁটা খোঁচা দিল কলকাতায়। স্বাস্থ্যভবন সূত্রে খবর, নাইজেরিয়া থেকে এক বয়স্ক ব্যক্তি শুক্রবার কলকাতায় আসেন। দমদম বিমানবন্দরে কোভিড পরীক্ষার পর নেগেটিভ রিপোর্ট আসে। বাড়ি ফিরে যান তিনি। কিন্তু স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, শনিবার সকালে স্বেচ্ছায় তিনি ফের করোনা পরীক্ষা করান এক বেসরকারি হাসপাতালে। রিপোর্ট পজিটিভ আসার পরই তিনি ভরতি হন সেখানে। বিষয়টি স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে। তাঁর লালারস সংগ্রহ করা হয়েছে। কল্যাণীতে পাঠানো হবে জিনোম সিকোয়েন্স পরীক্ষা করার জন্য। স্বাস্থ্যভবন থেকে বিষয়টি নজরে রাখা হয়েছে।
ইতিমধ্যে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। একাধিক রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গে এখনও ওমিক্রন শূন্য। সম্প্রতি যে ব্যক্তি করোনা নিয়ে হাসপাতালে ভরতি হলেন, তাঁর জিনোম সিকোয়েন্সের ফলাফল হাতে না পেলে বাংলায় ওমিক্রন থাবা বসাল কি না, তা বোঝা সম্ভব নয়। তবে ওমিক্রন রুখতে কড়া রাজ্য স্বাস্থ্যদপ্তর।