কলকাতা ব্যুরো: চোখ রাঙাচ্ছে ওমিক্রন। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করেই ভারতে বাড়চ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট-এর সঙ্কট। সপ্তাহ পেরোতে না পেরোতেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছাড়ালো একশো। দেশের ১১ টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ। দেশের ১৯টি জেলায় কোভিড সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। আবারও করোনা সংক্রমণে সিঁদুরে মেঘ দেখে উদ্বেগে কেন্দ্র। ২ বছর আগে মহামারির শুরুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভ্রমণে রাশ টানার কথা ভাবছে কেন্দ্র।
একইসঙ্গে বড় জমায়েতেও নিষেধাজ্ঞা জারির ভাবনা। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এখনও পর্যন্ত ৯১টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন। ওমিক্রন নিয়ে দিন কয়েক আগেই বিশ্ববাসীকে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানোম ঘেব্রেইসাস। এবার সেই একই সুর শোনা গেল স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়ালের গলাতেও। ভারতে দ্রুত ছড়াচ্ছে নতুন কোভিড ভ্যারিয়েন্ট। মোট করোনা কেসের থেকে ২.৪ শতাংশ এখন ওমিক্রন। কেন্দ্রের গলায় উদ্বেগের সুর। সংক্রমণ দ্রুত ছড়ানো আটকাতে তড়িঘড়ি একাধিক নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র।
ওমিক্রন সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে থার্ড ওয়েভ-এর আশঙ্কায় কাঁপছে দেশ। সংক্রমণ ঠেকাতে বারবার কোভিড বিধি অনুসরণ নিয়ে সতর্ক করছে কেন্দ্র। ফেস মাস্ক, সামাজিক দূরত্ববিধি অবিলম্বে মেনে বড়সড় জমায়েত থেকে দূরে থাকার নিদান স্বাস্থ্য মন্ত্রকের। একইসঙ্গে প্রয়োজন ছাড়া আন্তঃরাজ্য বা আন্তঃজেলা ভ্রমণও আপাতত বন্ধ রাখতে সতর্ক করা হয়েছে কেন্দ্রের তরফে।