কলকাতা ব্যুরো: দ্বিতীয় ঢেউ-এর কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও দেশে করোনার নতুন প্রজাতি ওমিক্রন-এ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলার কয়েক দিনের মধ্যেই বুধবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে সর্বোচ্চ রয়েছে মুম্বই, ২৮ জনের শরীরে পাওয়া গিয়েছে ভাইরাস। এছাড়া দিল্লিতে মোট ৬ জন এবং রাজস্থানে মোট ১৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে।
তবে তালিকার বাইরে নেই বাংলাও। মুর্শিদাবাদের বছর সাতের এক বালক আক্রান্ত করোনার নয়া প্রজাতিতে ৷ আবুধাবি, হায়দরাবাদ হয়ে ওই বালক বঙ্গে প্রবেশ করেছে বলে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সন্দীপ সান্যাল বলেন, ‘ওই বালকের বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রামে হলেও বর্তমানে সে মালদার কালিয়াচকের মামার বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে ৷
তবে শিশুটির লোকেশন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। গত ১০ ডিসেম্বর আবু ধাবি থেকে ওই শিশু বাবা-মায়ের সঙ্গে ভারতে পৌঁছয় বলে জানিয়েছে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর। এরপর হায়দরাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখেন। তবে শিশুটি যে ওমিক্রন আক্রান্ত তা হায়দরাবাদে তার করোনা পরীক্ষার রিপোর্টেই জানা যায়। এরপর তেলেঙ্গানা সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানায় ৷ আপাতত ওই শিশুর বাবা-মায়ের সঙ্গে যোগোযোগ করা সম্ভব না হওয়ায় লোকেশনের বিষয়ে স্পষ্ট হওয়া যাচ্ছে না ৷