এক নজরে

৪৮ ঘণ্টা পর উঠলো ট্যাঙ্কার ধর্মঘট

By admin

August 07, 2021

কলকাতা ব্যুরো: আপাতত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। ফলে পেট্রোল পাম্পগুলিতে যে তেলের সংকট তৈরি হয়েছিল তা সাময়িকভাবে কাটতে চলেছে। টেন্ডারের বিষয়ে আগামী দিনে আলোচনা করা হবে বলে লিখিত আশ্বাস দিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। আর তারপরই উঠে গেলো ধর্মঘট। ফলে শনিবার রাত থেকেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পেট্রল পাম্পে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন পরিস্থিতি থেকে মুক্ত হতে শনিবার সকালেই মুখ্যসচিবকে চিঠি দেয়। রাজ্য সরকারকে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আইওসি নতুন টেন্ডার বাতিলের কথা জানায়। তার কিছুক্ষণ পরেই ট্যাঙ্কার মালিকরা ধর্মঘট তুলে নেন।

শনিবার সকাল থেকেই দফায় দফায় বৈঠকে বসেছিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ৬০টা ট্যাঙ্কারকে বসিয়ে দেওয়া হয়েছিল। কমানো হয়েছিল পরিবহণের খরচও। এরপরেই ধর্মঘটের সিদ্ধান্ত নেন ট্যাঙ্কার মালিকরা। তাঁদের দাবি, পরিবহণ বাবদ ট্যাঙ্কারগুলির ন্যূনতম ভাড়া ২৭০০ টাকা রাখতে হবে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ইন্ডিয়ান অয়েলের তরফে জারি করা টেন্ডারে এই ভাড়া ৬০০ টাকা কমিয়ে ২১০০ টাকা করা হয়েছিল। তেল সরবরাহকারী ট্যাঙ্কারগুলির সংখ্যা ছিল ১৯৬। সেই গাড়ির সংখ্যাও ৬০ টি কমিয়ে ১৩৬ টি করা হয়।

অন্যদিকে ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের দাবি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘট চলায় ডিজেল, পেট্রোলের সরবরাহ না থাকায় হাওড়া, দুই ২৪ পরগণা এবং নদিয়ার একাংশের প্রায় দেড়শোটি পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তেল না পেয়ে সংকটের মধ্যে পড়়েছিল রাজ্যের গণপরিবহন ব্যবস্থা। পাম্পগুলি তেলশূন্য হওয়ায় বাস, ট্যাক্সি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক বন্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শনিবার এই ধর্মঘট তুলে নেওয়ায় মিললো স্বস্তি।