মৈনাক শর্মা
ড্রোন হামলার শিকার হলো সৌদি আরবের রস তানুরা বন্দর। বিশ্বের বড় তেল শিপিং বন্দর রস তনুরায় ড্রোন হামলা চালায় হুতি নামক গোষ্ঠী। যার ফলে প্রচুর ক্ষতি হয় তেল ট্যাঙ্কারগুলির। আর এর ফলে প্রমাদ গুনছে ভারতের মতো সৌদির উপর জ্বালানির ভরসায় থাকা দেশ। কারণ এই ইস্যুতেই ফের তেলের দাম চড়া হতে পারে বিশ্ব বাজারে।
এর আগেও ওই জঙ্গি সংগঠন এমনই হামলা চালায় সৌদিতে। হুতি একটি সিয়া সমর্থীত গোষ্ঠী, যারা নিজেদের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে সৌদি বিরোধী আন্দোলন শুরু করে। সৌদি আরব লাগোয়া দেশ ইয়েমান এর বেশীর ভাগ এলাকা বর্তমানে এদের দখলে।
ভারতের উপর প্রভাব–
মোট চাহিদার ৮৫ শতাংশ কাঁচা তেল সৌদি থেকে আমদানি করে ভারত। কাঁচা তেলের আমদানির ক্ষেত্রে সৌদি আরব ভারতের অন্যতম ভরসা। ভারতে এখন এমনিতেই আকাশ ছোঁয়া তেলের দাম নিয়ে মানুষ বিরক্ত। জ্বালানির দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সামগ্রিক দাম। তার উপর সৌদীতে হামলার পরই বিশ্ব বাজারে তেলের দাম ৬৫ ডলার থেকে বেড়ে একলাফে ৭০ ডলার প্রতি ব্যারেল বেড়ে যায়। খুব দ্রুত হামলায় ক্ষতি সরিয়ে নিতে না পারলে তেলের চাহিদা মতো তেল রপ্তানী করা সম্ভব হবেনা সৌদির তরফে। সেক্ষেত্রে ভারতে আরো বাড়তে পারে তেলের দাম। আনুমানিক ১২০ টাকা হতে পারে পেট্রোল ।