কলকাতা ব্যুরো: অক্টোবর মাসে দুটি শনিবার ও চারটি রবিবার মিলিয়ে এ রাজ্যে ১২ দিন বন্ধ থাকবে যাবতীয় ব্যাংক। কেননা দূর্গা পুজা সহ গান্ধীর জয়ন্তী, লক্ষ্মী পূজার মত একাধিক উৎসব রয়েছে এ মাসেই। ফলে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকছে।
২ অক্টোবর শুক্রবার মহাত্মা গান্ধীর জন্মদিন। ৪ অক্টোবর রবিবার ছুটি। ১০ অক্টোবর দ্বিতীয় শনিবার। ১১ অক্টোবর রবিবার। ১৮ অক্টোবর রবিবার ছুটি। ২৩ থেকে ২৬ অক্টোবর দুর্গাপূজার ছুটি। ২৯ অক্টোবর মিলাদ ই শরীফ। ২০ অক্টোবর ঈদ ই মিলাদ আর ৩১ অক্টোবর লক্ষ্মীপুজো পড়েছে।