এক নজরে

অষ্টম শ্রেণির ইতিহাস বই থেকে পার্থর নাম বাদের প্রশ্নই ওঠে না

By admin

August 02, 2022

কলকাতা ব্যুরো: অষ্টম শ্রেণির ইতিহাস বই থেকে সিঙ্গুর আন্দোলনে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে বসে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার। তিনি বলেন, ২০০৬ সাল থেকে সিঙ্গুর আন্দোলনে তৃণমূল নেত্রীর পাশে সব সময় ছিলেন তখনকার বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। এটা খাঁটি সত্যি। অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে তাঁর কথা লেখা রয়েছে। সেই ইতিহাস মোছা যায় না।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকা এবং বহু মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছে। পার্থর বাড়ি থেকে পাওয়া গিয়েছে দুজনের নামে বহু সম্পত্তির নথি। যার জন্য গ্রেফতার হওয়ার ছয়দিনের মাথায় তাঁর পার্থর হাতে থাকা চারটি দফতর নিয়ে নেওয়া হয়েছে। তাঁকে কার্যত অপসারণ করা হয়েছে।

একই সঙ্গে দলের সমস্ত পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি দলের মহাসচিব ছিলেন।

এই অবস্থায় বিরোধীরা রাজনৈতিক নেতারা প্রশ্ন তোলেন, এ হেন কলঙ্কিত প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম ইতিহাস বইয়ে থাকলে পড়ুয়ারা কী শিখবে। তাঁর সম্পর্কে কী ধারণা হবে। তাঁদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে অষ্টম শ্রেণির ইতিহাস বই থেকে তাঁর নাম এবং প্রসঙ্গ বাদ দিতে হবে। এই দাবিকে সামনে রেখে বিরোধী দলগুলি রাস্তায়ও নেমেছে।

এদিন সিলেবাস কমিটির চেয়ারম্যান সেই দাবি খারিজ করে দেন।