কলকাতা ব্যুরো: দীর্ঘ টালবাহানার পর অবশেষে জানা গেলো অভিনেত্রী নুসরত জাহানের সন্তানের পিতার পরিচয়। নুসরত অন্তঃসত্ত্বা থাকাকালীনই সন্তানের পিতার পরিচয় নিয়ে তোলপাড় চলছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলো। নুসরতের সন্তানের পিতার নাম দেবাশিস দাশগুপ্ত, যা যশের অপর নাম। এই নামেই তিনি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন।

কলকাতা পৌর নিগমের অনলাইন ওয়েবসাইটে এমনই তথ্য পাওয়া গিয়েছে। বুধবার কলকাতা পৌর নিগমের ওয়েবসাইটে রাত ন’টা নাগাদ নুসরত তাঁর ছেলের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্রের জন্য আবেদন করেন। অনলাইন পোর্টালে সন্তানের পিতার নামের জায়গা লেখা রয়েছে দেবাশিস দাশগুপ্তের নাম। ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত।

কিছুদিন আগেই প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের বৈবাহিক বিবাদ প্রকাশ্যে আসে। নিখিল প্রকাশ্যেই অস্বীকার করেন যে, নুসরতের গর্ভে যে সন্তান রয়েছে সেটি তাঁর নয়। তার আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল ৷ নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দু‘জন কোনও রাখঢাক না করেননি ৷ হাতে হাত ধরে শহরের রাস্তায় দেখা গিয়েছে দু‘জনকে ৷

এরপর নুসরতের সন্তানের জন্মের সময়ও পাশে ছিলেন যশ ৷ গত ৩০ আগস্ট নুসরত পুত্রসন্তানের জন্ম দেন ৷ নাম রাখেন ঈশান ৷ অবশেষে ঈশানের জন্মের দু’সপ্তাহ কেটে যাওয়ার পর প্রকাশ্যে এল পিতার নাম ।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর ‘যশরত’ এসেছিলেন কলকাতা পৌরনিগমের সদর দফতরে। কলকাতা পৌরনিগমের অন্দরমহলে জোর জল্পনা শুরু হয়, সাংসদ এসেছেন সন্তানের জন্ম শংসাপত্রে পিতার পরিচয় নিয়ে আলোচনা করতে। সেদিন সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে নুসরত বা যশ কেউই মুখ খোলেননি। পৌরনিগমও এবিষয়ে কিছু বলতে চায়নি। সেদিন দু’জনেই করোনার টিকা নিয়ে একসঙ্গে বাড়ি ফিরে যান। অবশেষে বুধবার রাত ন’টা নাগাদ কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে অনলাইনে বার্থ সার্টিফিকেটের আবেদনে দেখা গিয়েছে নুসরতের ছেলের বাবার নাম যশ ৷ নুসরত নিজেই কলকাতা পৌর নিগমের ওয়েবসাইটে সন্তানের পিতৃপরিচয় ঘোষণা করেছেন ৷

Share.
Leave A Reply

Exit mobile version