কলকাতা ব্যুরো: মা হলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সূত্রের খবর সিজারিয়ান সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও ছেলে একদম সুস্থ আছে। নুসরতের সন্তানের ওজন হয়েছে ২.৯ কিলোগ্রাম। সুতরাং সদ্যজাতকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখবার কোনও প্রয়োজনীয়তা নেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার রাত থেকেই হাসপাতালে নুসরতের পাশে ছিলেন যশ। এমনকি ওটিতে তাঁর পাশেই দেখা গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্তকে। তবে প্রথমদিন থেকেই এই সন্তানকে ঘিরে বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বিতর্ককে পাত্তা না দিয়েই প্রেগন্যান্সির পুরো সময় চুটিয়ে এনজয় করেছেন অভিনেত্রী। নুসরতের এই সিদ্ধান্তে তাঁর পাশে থেকেছেন দেব, মিমি, শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী ও তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। বুধবার রাতেই যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। নুসরত ভর্তি হওয়ার পরই হাসপাতালের চারপাশ কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরত জাহান লেখেন, ‘Faith Over Fear’ অর্থাৎ ভয়কে ছাপিয়ে বিশ্বাসেই অটল রয়েছেন তিনি। প্রসঙ্গত গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন। অভিনেতার কথায়,’আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।’ অবশেষে নতুন অতিথির আগমনে যশরতের অপেক্ষার অবসান, মনে খুশির হাওয়া।
এদিকে মা হওয়ার খবর পেয়ে নুসরতকে শুভেচ্ছা জানালেন নিখিল জৈন। তিনি বললেন, আমাদের মধ্যেকার দুরত্ব আমার শুভেচ্ছা জানানোর পথে কখনই অন্তরায় নয়। নুসরতকে ও তাঁর সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। নবজাতক সুস্থ থাকুক, তাঁর আগামী দিন উজ্জ্বল হোক।