এক নজরে

করোনা পরীক্ষায় চার্জ কমে ১৫০০ টাকা

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: দুর্গাপূজার আয়োজনে মানুষকে বিধি মেনে নামার উৎসাহ দিলেও করো না নিয়ে রাজ্যের দুশ্চিন্তা যথেষ্টই রয়েছে। তাই করোনা ইস্যুতে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রথমত বেসরকারী প্রতিষ্ঠানে এখন থেকে করোনার নমুনা পরীক্ষা করানো হলে ১৫০০ টাকা খরচ বেঁধে দিল রাজ্য। এতদিন এই খরচ নেওয়া হতো ২২৫০ টাকা।

আবার অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিভিন্ন রকম অভিযোগ ওঠায়, হেলথ রেগুলাটরি কমিশনকে অ্যাম্বুলেন্স ভাড়া সহনশীল জায়গায় বেঁধে দেওয়ার জন্য পরামর্শ দিল রাজ্য সরকার। সোমবার ক্যাবিনেট বৈঠকের পর একথা ঘোষণা করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের হাসপাতালগুলিতে আরো বেশি নার্স নিয়োগের জন্য অনুমতি দিল রাজ্য মন্ত্রিসভা। করোনা চিকিৎসার হাসপাতালগুলোর জন্য নতুন ২৪৭৫ টি নার্সের পদে কয়েকদিনের মধ্যেই দ্রুত নিয়োগ শুরু করা হবে বলে এদিন জানান মুখ্য সচিব।

শুধু এখানেই শেষ নয়, এ দিন মুখ্যসচিবের ঘোষণা অনুযায়ী, রাজ্যে আরো ৬০০ বেড বাড়ানো হচ্ছে করোনার জন্য নির্দিষ্ট হাসপাতালগুলিতে। বর্তমানে রাজ্যের হিসেব অনুযায়ী ১২৪৭ টি সজ্জা রয়েছে। এর সঙ্গেই এদিনই বাঙ্গুরে ৫৪ ও বালটিকুরি ই এস আই হাসপাতা লে ৪৮ টি নতুন করোনা চিকিৎসার বেড চিকিৎসা চালু হয়েছে।করোনা আবহে যে সমস্ত চিকিৎসক নিজেদের মতো করে পাড়ায় পাড়ায় চেম্বারে বসে চিকিৎসা করেন, তাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এদিন রাজ্যের ঘোষণা অনুযায়ী, এবার থেকে পাড়ায় যে চিকিৎসকরা একটি চেম্বারে বসেই পরিষেবা দেন, তাদের ক্লিনিক্যাল এস্তব্লিশমেন্ট আইনের আওতার মধ্যে রাখা হবে না। ফলে তারা অনেক আইনি জটিলতা অতিক্রম করে সহজেই মানুষকে পরিষেবা দিতে পারবেন।

পুজোর ক’দিন শুধু করোনার জন্য নয়, যেকোনো জরুরি অবস্থার জন্য নবান্নে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে, স্বাস্থ্য ভবনেও জরুরি পরিষেবার জন্য কন্ট্রোল রুম খোলা রাখা হবে বলে জানানো হয়েছে।