এক নজরে

শুক্রবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা

By admin

August 11, 2021

কলকাতা ব্যুরো: আরও বাড়ছে মেট্রোর সংখ্যা৷ জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকে চালানো হবে অতিরিক্ত আটটি মেট্রো ৷ বর্তমানে সোম থেকে শুক্রবার, প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে কলকাতার উত্তর থেকে দক্ষিণে মোট ২২০ টি মেট্রো চলাচল করছে ৷ শুক্রবার থেকে সেই সংখ্যা বেড়ে হবে ২২৮। বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ৷

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার এখন থেকে ২২০টির পরিবর্তে ২২৮টি মেট্রো চালানো হবে। এর ফলে আপ ও ডাউন লাইনে এবার থেকে ১১৪টি করে ট্রেন চলবে। সোমবার থেকে শুক্র সকাল সাড়ে ৭টায় মেট্রো পরিষেবা চালু হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। তবে শনিবার সময় সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই শনিবার মেট্রোয় চড়তে পারবেন। একইসঙ্গে এখনই টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে না। কার্ডের মাধ্যমেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার ৷ সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷ পরবর্তীতে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করে প্রশাসন৷ দীর্ঘ অপেক্ষার পর চালু হয় মেট্রো পরিষেবাও ৷ আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানোর অনুমতি রয়েছে ৷ তবে বাস্তবে দেখা যাচ্ছে, দিনের বিভিন্ন সময়ে, বিশেষ করে অফিস টাইমে মেট্রোয় উপচে পড়ছে ভিড় ৷ শিকেয় উঠেছে করোনা বিধি। ইতিমধ্যেই যাত্রীদের তরফে মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবি তোলা হয়েছে ৷ পাশাপাশি শনি ও রবিবারও সর্বসাধারণের জন্য মেট্রো চালু করার দাবি উঠছে ৷

কলকাতা মেট্রো সূত্রে খবর, যাত্রী সাধারণের কথা মাথায় রেখেই স্বাধীনতা দিবসের আগে আগামী ১৩ আগস্ট থেকে অতিরিক্ত আরও আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে ভিড় কিছুটা কমবে বলেই আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ করোনার সংক্রমণ ঠেকাতে যা অত্যন্ত জরুরি বলেই মত ওয়াকিবহাল মহলের ৷