কলকাতা ব্যুরো: মানবিকতার ভাষা কখনও ভাবনার সীমা লঙ্ঘন করে ফেলে। তেমনই কাজ করে দেখালেন ব্রিটিশ তরুনী কেরি বার্নেস। লন্ডনের হাড় কাঁপানো শীতে শুধুমাত্র গোপনাঙ্গ ঢেকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁর বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরির ছবি নেট দুনিয়ায় ভাইরাল।

তবে তার এই কীর্তি কোনো মস্তিষ্ক বিকৃতি নয়, শুধু সৎ উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা। “মাইন্ড” নামে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্যের উদ্দেশ্য নিয়ে এই সফর। এই সংস্থা মানসিক অবসাদে ভোগা রোগীর বিনামূল্যে চিকিৎসা করে।

এই সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি এই পন্থা অবলম্বন করেন, এই মুহূর্তে কেরি তার সফরের বিভিন্ন ছবি #KerriCyclesnNude এই ট্যাগ দিয়ে প্রায় ৯০০০ ব্রিটিশ পাউন্ড তুলে ফেলেছেন। কেরি বার্নেস-কে কুর্নিশ, মানবিকতার ভাবনা সত্যি ভাবনার সীমা ছাড়িয়ে যায়।

Share.
Leave A Reply

Exit mobile version