কলকাতা ব্যুরো: মধ্যবিত্তর জন্য সুখবর। লক ডাউন পর্বে যারা ঋণের ইএমআই দিতে পারেননি, তাদের বাড়তি কোনো সুদ গুনতে হবে না। যে সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একথা জানালো কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তবে ২ কোটি টাকার কম ঋণের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। এ বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল দেশের শীর্ষ আদালত।
লক ডাউনের সময় দুই পর্বে ঋণ এবং ক্রেডিট কার্ড পেমেন্টের ওপর মোরেটরিয়ামের সুযোগ দেয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কিন্তু সেই সুযোগ নিতে হলে একজন ঋণ গ্রহীতাকে বাড়তি সুদ গুনতে হবে বলে জানিয়েছিলো ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কগুলির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিলো মামলা। আবেদনকারীদের বক্তব্য ছিলো, এর ফলে সুদের ওপর সুদ গুনতে হবে মানুষকে। এই মামলাটিতেই কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। সামনেই রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।

Share.
Leave A Reply

Exit mobile version