কলকাতা ব্যুরো: হাওড়া পুরনিগম সংশোধনী বিল ২০২১ নিয়ে ফের একবার নিজের বক্তব্য পেশ করলেন রাজ্যপাল। জানালেন, তিনি হাওড়া পৌরনিগম সংশোধনী বিল ২০২১-এ স্বাক্ষর করেননি। বিল সংক্রান্ত তথ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন জগদীপ ধনকড়। তবে, হাওড়া পুরনিগমের ৬৬টি ওয়ার্ডে নির্বাচন করার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়েছেন ধনকড়। বর্তমানে তিনি সস্ত্রীক তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন।
সোমবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ফের একবার হাওড়া পুরনিগম সংশোধনী বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলার পাশাপাশি একটি টুইট করে রাজভবনের তরফে জানানো হয়, ‘মমতা সরকারের তরফে তথ্য না আসায় হাওড়া পৌরনিগম সংশোধনী বিল ২০২১ রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে। হাওড়া পুরনিগম থেকে আলাদা করে বালি পৌরসভা গঠনের প্রস্তাব কখনই রাজ্যপালের বিবেচনার জন্য পাঠানো হয়নি। তবে, ২০১৫ সালের মতো হাওড়া পুরনিগমের ৬৬টি ওয়ার্ডে রাজ্য নির্বাচন কমিশন ভোট করাতে পারবে।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল জানিয়ে ছিলেন, পৃথক বালি পৌরসভা তৈরির জন্য হাওড়া পুরনিগম সংশোধনী বিল ২০২১এ রাজ্যপাল স্বাক্ষর করেছেন। আদালতে সরকারের এই দাবির পরেই রাজ্যের বিরোধীদল বিজেপি ময়দানে নামে। রাজ্যপালের সঙ্গে দেখা করে এর সত্যতা যাচাই করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার পর রাজ্যপাল নিজে বেশ কয়েকবার টুইটে এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি হাওড়া পুরনিগম সংশোধনী বিল ২০২১এ স্বাক্ষর করেননি ৷