কলকাতা ব্যুরো: ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ পার্শ্ববর্তী এলাকা। রবিবার সকাল আটটা নাগাদ ভূমিকম্প অনূভুত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪। নেপালের ভোজপুর সংলগ্ন এলাকার প্রায় দু’ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। সকাল সকাল ভূমিকম্প অনূভুত হওয়ায় আতঙ্কে শহরবাসী।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাহাড়-সহ সিকিমেও অনুভূত হয়েছে কম্পন। এদিন ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২ জুলাইও ভূমিকম্প অনূভুত হয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রাত ১১টা ৫৯ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার-সহ বিস্তীর্ণ অঞ্চলে। যদিও সেদিনের কম্পনের উৎসস্থল ছিল ভুটান।

Share.
Leave A Reply

Exit mobile version