কলকাতা ব্যুরো: নিম্নচাপ ওড়িশার দিকে সরে গেলেও বৃষ্টি এখনি থামছে না বঙ্গে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই আর এক টানা ভারী বৃষ্টির আশঙ্কা তেমন নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস দুশ্চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিকে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দেশ থেকে বিদায় নেবে বর্ষা। তার আগে যেন প্রাণপণে পিটিয়ে খেলছে বৃষ্টি। অন্তত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির গতিবেগ দেখে তেমনি মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

দার্জিলিং, কালিম্পং এর পাহাড়ে বৃষ্টি কিছুটা ধরলেও মঙ্গলবার রাত থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মত জেলাগুলিতে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। যার জেরে বুধবার সকাল থেকে জলমগ্ন উত্তরবঙ্গের এইসব জেলাগুলি। আবার ধস নেমে ১০ নাম্বার জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ। ফলে দার্জিলিং যাওয়ার অন্যতম প্রধান সড়ক স্তব্ধ। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কমলা সর্তকতা জারি করা হয়েছে।

মূলত কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে মালদা ও দুই দিনাজপুর জেলায় দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version