এক নজরে

সম্পত্তি মিউটেশনে লাগবে না ফি

By admin

August 22, 2021

কলকাতা ব্যুরো: কলকাতাবাসীর জন্য সুখবর৷ এবার থেকে সম্পত্তি মিউটেশনে দিতে হবে না কোনও ফি৷ শনিবার কলকাতা পুরসভার তরফে এমনই ঘোষণা করা হয়৷ 

নির্বাচন কমিশনের অনুমতির অপেক্ষা, তারপরই বেজে যাবে পুরভোটের দামামা। আর সেই বিষয় মাথায় রেখেই কলকাতার পুরবাজেটে বড় ঘোষণা করলেন মুখ্য পুরপ্রশাসক ফিরহাদ হাকিম, এমনটাই মত রাজনৈতিক মহলের৷কলকাতা পুরসভা এলাকায় এবার থেকে দিতে হবে না মিউটেশন ফি৷ পাশাপাশি কলকাতা শহরের পানীয় জলের সমস্যা মেটাতে  পুরবাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ গত বছরের তুলনায় পানীয় জল প্রকল্পে ২১০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। কলকাতায় পানীয় জলের সমস্যা নিয়ে বহুদিনের অভিযোগ শহরবাসীর।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত মিউটেশন বাবদ ১০০ টাকা এবং প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা মিলিয়ে মোট ২০০ টাকা লাগত। কিন্তু এবার থেকে সেটা আর দিতে না৷ মিউটেশন ফি মকুবের ঘোষণা হয়েছিল আগেই। এবার মিউটেশন সংক্রান্ত আরও কয়েকটি ফি-তেও ছাড় দিল কলকাতা পুরসভা। মিউটেশন সার্টিফিকেট তোলার ক্ষেত্রেও কোনও আলাদা ফি দিতে হবে না বলে জানানো হয়েছে। তবে পুজোর আগে রাজ্যে বিধানসভার উপ-নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে৷ কারণ কমিশনের সবুজ সংকেত পেলে, তবেই সাতটি আসনে উপ-নির্বাচন হবে। তারপর পুরসভার নির্বাচন হওয়ার কথা। সব ঠিক থাকলে চলতি বছরই হতে পারে নির্বাচন। সেদিকে নজর রেখেই এমন সিদ্ধান্ত নিল পুরপ্রশাসক মণ্ডলী। শনিবার পুরপ্রশাসক মণ্ডলী অন্তর্বর্তীকালীন বাজেটে এই সিদ্ধান্ত নেন মুখ্য পুরপ্রশাসক ফিরহাদ হাকিম৷