কলকাতা ব্যুরো: সবকিছু ঠিকঠাক থাকলে কালীপুজোর পরেই চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন নিতিশ কুমার। তার আগে আজ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা নিতিশের। শুক্রবার বৈঠক হবে জে ডি ইউ নেতাদের সঙ্গে প্রাথমিকভাবে মন্ত্রিসভার খসড়া তালিকা তৈরি হয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর
উপমুখ্যমন্ত্রী মন্ত্রী পদ সহ বিজেপি ২২ টি আর মুখ্যমন্ত্রী পদ সহ ১২ টি পদ পাবেন নীতীশ। এর বাইরে চারটি আসন পাওয়া জিতন রাম মাঝির দল একটি ও ভি আই পি দল চারটি আসন পাওয়ায় তাদের একটি মন্ত্রী পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়েছে।

বুধবার সন্ধ্যায় দিল্লির দলীয় দপ্তর থেকে তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়ের জন্য বিহারের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সরকার গড়া নিয়ে কোনোরকম ইঙ্গিত দেননি প্রধানমন্ত্রী সূত্রের খবর, আগের কথা অনুযায়ী নিতিশ কুমার কেই মুখ্যমন্ত্রী পদে বসালেও, তাদের থেকে প্রায় দ্বিগুণ আসনে মন্ত্রী দেবে বিজেপি।
কেননা এবার ৭৪ টি আসন একাই দখল করেছে বিজেপি। সেখানে নীতিশের জিএম ইউর দখলে ৪৩ টি আসন। কিন্তু এনডিএ জোট ভোটে লড়াই এ নামার আগেই বিজেপি জানিয়েছিল, জোট জিতলে নীতিশ ই মুখ্যমন্ত্রী হবেন। সেই কথা রাখতেই কম আসন পাওয়া জেডিইউ-এর নীতীশকেই মুখ্যমন্ত্রীর কুর্শি দিচ্ছে বিজেপি।

Share.
Leave A Reply

Exit mobile version