কলকাতা ব্যুরো: পাটলিপুত্রের কুর্সি কি দখলে রাখতে পারবেন নীতিশ কুমার? তা ঠিক হবে আজ বিহার বিধানসভার তৃতীয় তথা শেষ দফার ভোটে। এদিন ভোট গ্রহণ চলছে ওই রাজ্যের ১৬ জেলার ৭৮ টি আসনে। যার মধ্যে দিয়ে ঠিক হবে মোট ১২০৪ জন প্রার্থীর ভাগ্য। যার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার ১১ জন সদস্যের ভবিষ্যৎ। এদিন মোট ভোটদাতার সংখ্যা প্রায় ২ কোটি ৩৫ লক্ষ।
সকাল দশটায় মধ্যে ভোট পড়েছে প্রায় সাড়ে ৮ শতাংশ। চলছে ভোট গ্রহণ পর্ব। ফল ঘোষণা ১০ নভেম্বর। জেতার বিষয়ে অবশ্য এনডিএ এবং মহাজোট-দুই পক্ষই আত্মবিশ্বাসী। তবে শেষ হাসি কে হাসেন, তা জানতে অপেক্ষা করতে হবে ১০ নভেম্বর পর্যন্ত। যুযুধান দুই শিবির ছাড়াও এবার বিধানসভার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এলজেপির নেতা তথা সদ্য প্রয়াত রাম বিলাস পাসওয়ানের পুত্র চিরাগ।
দিল্লিতে এনডিএ-র শরিক হলেও বিহার নির্বাচনে তাদের শরিক হয়নি এলজেপি। বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও নীতীশ কুমারের জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন তারা। সেটা বিরোধীদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করা হচ্ছে।