এক নজরে

নীতিশই মুখ্যমন্ত্রী, ঘোষণা সুশীল মোদীর

By admin

November 11, 2020

কলকাতা ব্যুরো : আসন সংখ্যার নিরিখে জে ডি ইউ অনেকটাই পেছনে বিজেপির। রাজ্য বিজেপি থেকে একাংশ মুখ্যমন্ত্রীর পদে বদল আনার দাবি তুলেছিলেন। কিন্তু বিহারের উপমুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা সুশীল মোদি স্পষ্ট করে দেন বিহারের মসনদ এবার ও নীতিশের।

সুশীল মোদি আজ জানিয়েছেন, এনডিএ ভোটে জিতলে নিতিশ মুখ্যমন্ত্রী হবেন এ ব্যাপারে বিজেপি প্রতিশ্রুতি বদ্ধ ছিল। সেই প্রতিশ্রুতি বিজেপি রাখবে। এ ব্যাপারে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। ২৪৩ আসনের মধ্যে বিহার বিধানসভা এবার বিজেপি ৭৪ টি আসনে জয়লাভ করেছে। কিন্তু নীতীশ কুমারের দল পেয়েছেন মাত্র ৪৩ টি আসন।

সুশীল মোদী এক বিবৃতিতে আরও জানিয়েছেন, কেউ বেশি আসনে জিতেছে, কেউ কম। কিন্তু সকলেই সমান ভাবে জয়ের অংশীদার। বিজেপির সভাপতি সঞ্চয় জয়সওয়াল ও এদিন স্পষ্ট করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের আগেই এনডিএ জোট এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিতিশজির নাম ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তই বলবৎ থাকবে।